রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, মাদক ও চোরাচালান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক।
সভায় গোদাগাড়ী উপজেলা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস ও নাশকতা বিষয়ক সার্বিক আলোচনা হয়।
উপস্থিত সকলে জানান, বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভাল ও মাদক পরিস্থিতি অনেকটা কম হয়েছে।
এছাড়াও মহাসড়কে যানবাহন চলাচলে সকলের সচেতনতা নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।