Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ১৩ জুন ২০১৯, ১০:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পিরোজপুরের মঠবাড়িয়ার চাঞ্চল্যকর ১০ম শ্রেণীর স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার (১২জুন) রাত নয়টার দিকে মিরুখালী বাজারের ব্রিজের ওপর থেকে পুলিশ ধর্ষক শাওন (১৯) ও নাজমুলকে (২০) গ্রেফতার করেন। পরবর্তীতে পুলিশ ধর্ষণ মামলার প্রধান আসামি ধর্ষক সাইফুলকে (২০) বৃহস্পতিবার ভোরে মিরুখালী বাজার এলাকা থেকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত সাইফুল ওয়াহেদাবাদ গ্রামের মতিউর রহমান জমাদ্দারের ছেলে, শাওন ওয়াহেদাবাদ গ্রামের খোকন জমাদ্দারের ছেলে ও নাজমুল একই গ্রামের মৃত টিপু সুলতানের ছেলে।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, গত ৩০ নভেম্বর ২০১৮ দুপুরে ওই স্কুলছাত্রী উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের বাড়ি থেকে মিরুখালী বাজার সংলগ্ন স্কুলে প্রাইভেট পড়তে যাওয়ার পথে সাইফুল কথা বলার জন্য রাস্তার পাশে একটি ঘরে ডেকে নেয়। এরপর ওই ঘরে ওঁৎ পেতে থাকা সাইফুলের বন্ধু ইসমাইল, শাওন, নাজমুল মিলে ওই স্কুলছাত্রীকে জোরর্পূবক পালাক্রমে ধর্ষণ করে।

এসময় ধর্ষকরা ধর্ষণের অশ্লীল চিত্র মোবাইলে ধারণ করে। এ ঘটনার পর পুনরায় গত ২৪ ফেব্রুয়ারী ধর্ষক সাইফুল ও ইসমাইল ওই ছাত্রী স্কুলে আসার পথে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়।

পরবর্তীতে, ওই স্কুলছাত্রী অভিভাবকদের জানালে ছাত্রীর মা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় চার ধর্ষককে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এছাড়াও মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ জানান, গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। ওই মামলায় অপর আসামি জেল হাজতে রয়েছে। এদিকে চাঞ্চল্যকর স্কুলছাত্রী গণধর্ষণের সকল আসামি গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

Bootstrap Image Preview