Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কতো টাকার মাছ কতো টাকায় কিনেন মহাজনরা?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ০২:২৮ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০২২, ০২:২৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মোহসীন-উল হাকিম।। 

কতো টাকার মাছ কতো টাকায় কিনেন মহাজনরা?

(অনুগ্রহ করে পুরোটা পড়বেন)

সম্প্রতি মংলার এক সাহেব তাঁর জেলেদের ধরে আনা মাছের দাম কতো দিয়েছেন দেখুন...

চাকা চিংড়ি (বড়)- ৯০ টাকা কেজি

চালী চিংড়ি- ৩৫ টাকা কেজি

দাতিনা মাছ (বড়)- ৮৫ টাকা কেজি

দাতিনা মাছ (ছোট)- ৩৫ টাকা কেজি

ভেটকি মাছ (দেড় কেজি+)- ৯০ টাকা কেজি

পারশেসহ মিক্সড ছোট মাছ- ১০ টাকা কেজি

এই সাহেব (মহাজন) মোট ৬৭ কেজি মাছের দাম দিয়েছেন ৭২১৫ টাকা। এর মধ্যে থেকে কেটে নেয়া হয়েছে অফিস খরচ ১২০০ টাকা, দাদনের ২৫০০ টাকা। আর জেলেদের কাছে থেকে মাছ নেয়ার সময় কেজি ধরা হয় ১১০০ গ্রামে।

সম্প্রতি এই সাহেব আমাকে হুমকি ধামকি দিচ্ছেন। বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দিচ্ছেন। এমন লাভের কারবারে আমি বোধ হয় বড় বাধা। হতে পারে সেই জন্যই এতো হম্বিতম্বি।

যাই হোক। পাশের ছবিটি ঢাকার একটি সুপার শপের। সেখানে তিন জাতের চিংড়ির দাম দেখলে আর কেনার সাহস হয় না। অথচ জেলেরা এই মাছ বিক্রি করেন সামান্য দামে। এখনও এই নিপীড়ণ চলছে সুন্দরবনের জেলেদের ওপর।

অবশ্য ব্যতিক্রম আছে। কিছু মহাজন এখন কিছু বাড়তি দাম দেন জেলেদের।

(সংগত কারণে জেলে ভাই এর নাম প্রকাশ করলাম না)

লেখাটি টেলিভিশন সাংবাদিক ও সুন্দরবন নিয়ে কাজ করা মোহসীন-উল হাকিমের ফেসবুক থেকে সংগৃহীত। 

Bootstrap Image Preview