Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শরণার্থী শিবিরের রাতগুলো কি এখনও সন্ত্রাসীদের?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:০৭ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:০৭ PM

bdmorning Image Preview


শরণার্থী শিবিরের রাতগুলো কি এখনও সন্ত্রাসীদের?

এবার হত্যা করা হলো রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে!

এমনিতেই নেতৃত্ব সংকটে হিমসিম খাচ্ছে রোহিঙ্গারা। উপযুক্ত রাজনৈতিক নেতৃত্ব নাই বলেই এই জাতি শুধু মার খাচ্ছে আর পালিয়ে বেড়াচ্ছে। দক্ষ নেতৃত্ব নাই বলেই দেয়ালে পিঠ ঠেকলেও রুখে দাঁড়াতে পারেনি রোহিঙ্গারা।

নিচের ছবিটি গত বছরের ৫ অক্টোবরের। রোহিঙ্গাদের নেতা মহিবুল্লাহর সঙ্গে একবেলা সময় কেটেছিলো কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে।

মহিবুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, ক্যাম্পে খুন-রক্তপাত-গোলাগুলি-অপহরণ-মাদক ব্যবসার কী অবস্থা? বলেছিলেন রোহিঙ্গা ক্যাম্প দিনের আলোয় এক সরকার থাকে আর সূর্য ডুবলেই তা চলে যায় অন্য সরকারের দখলে...

তারপর অবশ্য ক্যাম্পের অবস্থার কিছু পরিবর্তন এসেছে শুনেছি। কিন্তু আজ মহিবুল্লাহকে হত্যা করা হলো....

নিজের জাতিকে এগিয়ে নেয়ার নেতৃত্বকে টিকতে দিবে না। সমস্যার সমাধানও চায় না অনেকেই।

কক্সবাজারকে বিদেশি খেলোয়াড়দের খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে দেয়া যাবে না। এটা কি আমরা বুঝতে পারছি না? না কী উদাসীন আমরা?

(লেখাটি সাংবাদিক মোহসীন-উল হাকিমের ফেসবুক থেকে নেওয়া হয়েছে)

Bootstrap Image Preview