Bootstrap Image Preview
ঢাকা, ২৫ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০১৮ | ১০ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

আসিফাকে হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন বলিউড তারকারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৮, ০৪:৪১ PM আপডেট: ১৭ এপ্রিল ২০১৮, ০৪:৪১ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

গত জানুয়ারিতে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার রাসানা গ্রামে আসিফাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে।আট বছর বয়সী শিশু আসিফা বানুকে গণধর্ষণ ও হত্যা নিয়ে তুমুল সমালোচনা চলছে।বলিউড তারকারা এই প্রতিবাদে শামিল হয়ে রাস্তায় নেমেছেন ।

দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে । গত রবিবার (১৫ এপ্রিল) হাজারো মানুষ আসিফা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মুম্বাইয়ের রাস্তায় নামেন। তাদের সঙ্গে যোগ দেন বলিউডের অনেক তারকা।

প্রত্যেকেই আসিফা ধর্ষণ ও বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন। সেই সঙ্গে ধর্ষণের শিকার অন্যাদের ক্ষেত্রেও ন্যায়বিচার দাবী করেন।

প্রতিবাদে অংশ নেন অভিনেতা রাজকুমার রাও, অক্ষয় কুমার, টুইংকল খান্না, প্রযোজক কিরণ রাও, হেলেন, তারা শর্মা প্রমুখ। এর আগে বলিউড তারকা কারিনা কাপুর, সোনম কাপুর, প্রিয়াংকা চোপড়া, মিনি মাথুরসহ আরও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাকার্ডসহ নিজেদের ছবি ও ভিডিও পোস্ট করে আসিফা ধর্ষণ ও হত্যার বিচার দাবী করেন।

Bootstrap Image Preview