Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০১৮ | ৫ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

'ফিলিস্তিনে ইসরাইলের হামলা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ দিতে হবে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৮, ০২:৩৪ PM আপডেট: ১৬ মে ২০১৮, ০২:৩৪ PM

bdmorning Image Preview


কূটনৈতিক প্রতিবেদক-

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইল যে হামলা চালাচ্ছে বাংলাদেশ কঠোরভাবে তার নিন্দা করেছে। এই হামলায় ফিলিস্তিনের বহু বেসামরিক লোককে হত্যা করা হয়েছে এবং কয়েক হাজার আহত হয়েছে।

ফিলিস্তিনিদের এই দুঃসময়ে আমরা গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি। আমরা অবিলম্বে অত্যাচার থামাতে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি।

যুক্তরাষ্ট্র তার দূতাবাসকে জেরুজালেমে স্থানান্তরের পদক্ষেপে বাংলাদেশ তার হতাশা প্রকাশ করে। বাংলাদেশ জাতিসংঘের প্রাসঙ্গিক কাঠামোর মধ্যে জেরুজালেমের আইনগত অবস্থা সংরক্ষণের ওপর জোর দিচ্ছে।

দুই রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে এবং পূর্ব জেরুসালেম এর রাজধানী হিসেবে ১৯৬৭-এর পূর্বের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

Bootstrap Image Preview