Bootstrap Image Preview
ঢাকা, ১০ সোমবার, ডিসেম্বার ২০১৮ | ২৬ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

২০২০ সাল নাগাদ পরিবেশের বিশাল ক্ষতি করবে স্মার্টফোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৮, ০২:৪৫ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৮, ০২:৪৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

আমাদেরে দৈনন্দিন জীবন ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়া যেনো অচল। একটা মুহুর্তও ভাবা যায় না মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইসগুলো ছাড়া। কিন্তু গবেষণা কি বলছে? সেটা এড়িয়ে গেলে তো চলবে না।

সম্প্রতি কানাডার ম্যাকমাস্টার ইউনির্ভারসিটির বিজ্ঞানীরা এমনই তথ্য সামনে নিয়ে এসেছেন। ‘জার্নাল অফ ক্লিনার প্রোডাকশন’-এ প্রকাশিত হয়েছে সেই তথ্য। গবেষণার সারমর্ম, স্মার্টফোনের ব্যবহার আগামী ২০২০ সালের মধ্যে পরিবেশের বিশাল ক্ষতি করবে।

ম্যাকমাস্টার ইউনির্ভারসিটির অধ্যক্ষ লটফি বেলখির জানিয়েছেন, সমস্ত রকমের ফোন কল, ভিডিও, মেসেজ, আপলোড-ডাউনলোড কাজ পরিচালিত হয় ‘ডেটা সেন্টার’ থেকে। যেখানে প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয়। বিজ্ঞানেপ ভাষায় যাকে ‘এনার্জি কনজাম্পশান’ বলে। এবং, এর ফলেই পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন গবেষক।

শুধুমাত্র স্মার্টফোনই নয়, এই ক্ষতির জন্য দায়ি ল্যাপটপ, ট্যাবলেট এবং অন্যান্য আরও ইলেকট্রনিক দ্রব্যও।

Bootstrap Image Preview