Bootstrap Image Preview
ঢাকা, ২৩ রবিবার, সেপ্টেম্বার ২০১৮ | ৮ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

মানুষের মন পড়তে পারে ‘ফরফিউজ’ নামের এই রোবট!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৮, ০৮:১৪ PM আপডেট: ১২ জানুয়ারী ২০১৮, ০৮:১৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

নাগরিকত্ব পেয়ে সংবাদমাধ্যম জগতে আলোড়ন ফেলে দিয়েছিল রোবট সোফিয়া ৷ এবার সোফিয়ার মতই এক রোবট তৈরি করলেন জাপানের ওমরোন অটোমেশন৷ যেটির নাম ফরফিউজ৷

বিশ্ব জুড়ে প্রযুক্তির উন্নতি কিভাবে হচ্ছে? তারই একটি ঝলক এই ফরফিউজ রোবট৷ এই রোবটটি শুধু আপনার সঙ্গে কথা বলতে পারবে না৷ আপনার এই মুহূর্তে কেমন মুড রয়েছে৷ সেটিও মুহূর্তের মধ্যেই বুঝতে পারবে এই রোবটটি৷ প্রয়োজনে আপনাকে উপদেশ দিয়ে কোনও একটি কাজের জন্য আপনাকে উৎসাহও দিতে সক্ষম এই রোবটটি৷

এই প্রসঙ্গে গবেষক কেইথ কার্সটেন জানিয়েছেন, এই রোবটটি আপনার মুড বুঝে কাজ করবে? এমনকি আপনি কি কাজ করতে পারেন তা আগে থেকেই বুঝে যেতে সক্ষম এই রোবটটি৷ লাস ভেগাসের গবেষকেরা এই নয়া প্রযুক্তি সম্পন্ন রোবটটির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন৷

গবেষকেরা এই রোবটটিকে ‘ইমোশনাল রোবট’ আখ্যা দিয়েছেন৷ এই রোবটটি পরিস্থিতি বুঝে মুখের অভিব্যক্তিও বদলাতে সক্ষম৷ এমনকি হয়ে উঠতে পারে আপনার একেবারে কাছের বন্ধু৷ এই প্রসঙ্গে গবেষকেরা জানাচ্ছেন, এটি শুধু রোবটিই নয়৷ মানুষের মনস্তত্ব এবং বিশ্বাসের উপরে ভিত্তি করেই এই রোবটটি কাজ করে৷ এমনকি আপনি যদি কাঁদেন তাহলে আপনাকে সমবেদনা দিতেও নাকি এগিয়ে আসবে ফরফিউজ৷ এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা৷

গবেষক প্যাট্রিক জানাচ্ছেন, এই রোবটের মধ্যে রয়েছে একটি ইমোশনাল চিপ৷ যেই চিপের মধ্যে মানুষের সমস্তরকম অভিব্যক্তি রয়েছে৷ এই কাজটি যথেষ্ট কঠিন ছিল৷ দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করার পর এই চিপটি তৈরি করা হয়েছে৷

Bootstrap Image Preview