বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-
পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি নতুন মৌসুমেও অপ্রতিরোধ্য মেজাজে এগোতে শুরু করল। এতিহাদে রবিবার তারা ৬-১ গোলে হারাল হাডার্সফিল্ড টাউনকে। অসাধারণ হ্যাটট্রিক করেছেন সের্খিয়ো আগুয়েরো। এর আগে ইপিএলের প্রথম ম্যাচে আর্সেনালকে ২-০ হারিয়ে যাত্রা শুরু করেছে ম্যান সিটি। তাঁদের অন্যতম সেরা তারকা কেভিন দি ব্রুইন চোট পেয়ে তিন মাসের জন্য ছিটকে গিয়েছেন আগেই। কিন্তু দলের অন্যরা রবিবার অন্তত তাঁর অভাব বুঝতে দেননি। লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ মন্তব্য করেছেন, ‘‘যাঁরা ভাবছেন ব্রুইন না থাকায় সিটি বিশেষ কিছু করতে পারবে না তাঁরা আসলে নির্বোধ।’’ রবিবার অন্তত মনে হয়েছে ক্লপ ভুল কিছু বলেননি।
এ দিন ম্যান সিটির হাফ ডজনে আগুয়েরোর হ্যাটট্রিক ছাড়া গোল করলেন গ্যাব্রিয়েল জেসুস, দাভিদ সিলভা, টেরেন্স কনগোলো। আগুয়েরোর ক্লাবের হয়ে নিজের তেরো নম্বর হ্যাটট্রিকের প্রথম গোলটি এক কথায় অসাধারণ। দারুণ গোল করেছেন দাভিদ সিলভাও। তবে সিটির প্রথম গোলটি হতে ৩৫ মিনিট কেন লাগল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করলেন ফুটবল বিশ্লেষকরা। কারণ অপেক্ষাকৃত মন্থর ফুটবল খেললেও সিংহভাগ বল পজেশন আগুয়েরোদেরই ছিল। একদিন আগেই সিটিকে বিদ্রুপ করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার জোসে মোরিনহো মন্তব্য করেন, ‘‘আপনার কাছে টাকা থাকলে সেরা ফুটবলারদের কিনতেই পারেন। কিন্তু আভিজাত্য বস্তুটি টাকা দিয়ে কেনা যায় না।’’ রবিবার এতিহাদে সিটির খেলা ছিল আক্ষরিক শিল্পসম্মত এবং তা যেন মোরিনহোর বিদ্রুপের জবাবও। এডারসনের লম্বা পাস ধরে আগুয়েরোর দৃষ্টিনন্দন লবে গোল, পাঁচ মিনিট পরেই জেসুসের ঠিকানা লেখা শট— এ সবই যেন মোরিনহোকে ‘উপহার’ সিটির ফুটবলারদের। এমনিতে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় গুয়ার্দিওলার ছেলেরা। আর দ্বিতীয়ার্ধে যেন সিটি নিজেদের মধ্যেই খেলতে ব্যস্ত ছিল। অনেকটা চোর-পুলিশ খেলার মতো।