Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, নভেম্বার ২০১৮ | ৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ম্যাচ শুরু না হতেই ভারতীয় দলের টিম লিস্ট ফাঁস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০১৮, ১১:৫০ AM
আপডেট: ১০ আগস্ট ২০১৮, ১২:০৬ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে প্রথম দিনে এক বলও মাঠে গড়াইনি।শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, মধ্যাহ্নভোজের সময় পর্যন্ত খেলা শুরু হয়নি। ঠিক কখন খেলা শুরু হবে তারও কোনও ঠিক নেই। খেলা যেহেতু শুরুই হয়নি, তাই দুই দলের টিম লিস্ট এখনই জেনে ফেলার কোনও অবকাশ ছিল না। কিন্তু কোনও না কোনওভাবে ফাঁস হয়ে গেল ভারত ও ইংল্যান্ডের টিম লিস্ট।

আর সেই ফাঁস হয়ে যাওয়া টিম লিস্টে দেখা যাচ্ছে, ভারত আগের টেস্টের দলই বজায় রেখেছে। যদিও ইংল্যান্ড তাদের দলে একমাত্র পরিবর্তন করেছে। মঈন আলির পরিবর্তে আনা হয়েছে ক্রিস ওকসকে।

ফাঁস হওয়া ভারতীয় টিম লিস্ট- মুরলী বিজয়, শিখর ধাওয়ান, কেএল রাহুল, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, দীনেশ কার্তিক, আর অশ্বিন, হার্দিক পাণ্ডিয়া, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ শামি।

ফাঁস হওয়া ইংল্যান্ড টিম লিস্ট- আলিস্টার কুক, কিটন জেনিংস, জো রুট, অলি পোপ, জনি বেয়ারস্টো, জোস বাটলার, ক্রিস ওকস, স্যাম কুরান, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস আন্ডারসন।

Bootstrap Image Preview