Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, অক্টোবার ২০১৮ | ৪ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

আত্মহত্যা করতে চেয়েছিলেন শাহরুখ খানের দলের এই বোলার !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৮, ০৫:৫২ PM
আপডেট: ১৬ মে ২০১৮, ০৫:৫২ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

গত মঙ্গলবার ইডেন গার্ডেন্স-এ রাজস্থান রয়্যালসের ব্যাটিং মেরুদণ্ড একাই ভেঙে দেন কলকাতা নাইট রাইডার্সের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। মাত্র ২০ রান দিয়ে চার-চারটি উইকেটে নেন তিনি। যার ফলে খুব সহজেই ম্যাচ নাইট রাইডার্স ম্যাচটা জিতে নেয় ।

আসল খবর কিন্তু এটা নয়।আসল খবর হলো কুলদীপ একদিন আত্মহত্যা করার ভাবনাচিন্তা করেছিলেন।

গত বছর লখনউয়ে একটি অনুষ্ঠানে এসে নাইট-স্পিনার ফাঁস করেছিলেন সেই তথ্য। তখন কুলদীপের বয়স ১৩। সেই সময়ে উত্তরপ্রদেশের অনূর্ধ্ব ১৫ দলের জন্য ট্রায়াল দিয়েছিলেন কুলদীপ। দলে সুযোগ পাওয়ার জন্য ঘাম ঝরাতে হয়েছিল তাঁকে। তবুও দলে জায়গা হয়নি কুলদীপের। অনূর্ধ্ব ১৫ রাজ্য দলে জায়গা না হওয়ায় মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন কুলদীপ। তখনই আত্মহত্যার চিন্তা ভিড় করেছিল কুলদীপের মনে। শুধু আত্মহত্যার চিন্তাভাবনাই নয়, ক্রিকেটও ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি।

এই সময়ে এগিয়ে আসেন কুলদীপের বাবা। কুলদীপকে বুঝিয়ে সুজিয়ে আবার ক্রিকেটে পাঠান তিনি। বাবার পরামর্শ পেয়ে বদলে যান চায়নাম্যান বোলার।

Bootstrap Image Preview