Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৮, ০৯:৪১ AM
আপডেট: ১৬ মে ২০১৮, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

চলতি বছর দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই  সফরের বিস্তারিত সূচি ঘোষণা করেছে তারা। ১৪ বছর পর জ্যামাইকায় টেস্ট খেলবে বাংলাদেশ দল।

দেশের বাইরে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয় ক্যারিবিয়ানদের মাটিতে, ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে। সর্বশেষ ২০১৪ সালে সেখানে সফরে গিয়েছিল টাইগাররা। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হয়ে টেস্ট সিরিজ দিয়ে।৪ জুলাই প্রথম টেস্ট অ্যান্টিগায়। জ্যামাইকার স্যাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু ১২ জুলাই। টেস্টের আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্টর পরই তিনটি করে ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। শেষ দুটি টি-টোয়েন্টি হবে অবশ্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। গায়ানায় প্রথম ওয়ানডে হবে ২২ জুলাই। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই। আর ২৮ জুলাই শেষ ওয়ানডে হবে সেন্ট কিটসে। প্রথম টি-টোয়েন্টিও হবে সেন্ট কিটসে, ৩১ জুলাই। ৪ ও ৫ আগস্ট শেষ দুটি টি-টোয়েন্টি হবে ফ্লোরিডায়। এটি হবে বাংলাদেশের চতুর্থ ওয়েস্ট ইন্ডিজ সফর। ২০১৪ সালে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ, সেবার কোনো ফরম্যাটেই একটি ম্যাচও বাংলাদেশ জিততে পারেনি।
Bootstrap Image Preview