Bootstrap Image Preview
ঢাকা, ২১ রবিবার, অক্টোবার ২০১৮ | ৬ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

রোনালদোদের গার্ড অব অনারকে ‘অপমানজনক’ বলেছে বার্সা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৮, ০৬:৪২ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৮, ০৬:৪২ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

খেলা হোক আর না হোক প্রতি মুহূর্তে যে কোনো ইস্যুতে লড়াই চলতে থাকে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার।

গত ক্লাব বিশ্বকাপ জিতে আসার পরের ম্যাচে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মুখোমুখি হয়েছিল। তখন ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছিলেন, বার্সেলোনা গার্ড অব অনার দিলে তাঁদের ভালো লাগবে।

আর সেখানেই মেসির বার্সার বিপত্তি ম্যাচের আগে বার্সা জানিয়েছিল, তারা রিয়ালকে গার্ড অব অনার দেবে না। সেই ইস্যু দেখিয়ে এবার রিয়াল মাদ্রিদও বার্সাকে গার্ড অব অনার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারপর যথারীতি এটা নিয়ে শুরু হয়ে গেছে কথার আক্রমণ।

ঘনিয়ে আসা এল ক্লাসিকো নিয়ে কোনো রোমাঞ্চ নেই। আছে কেবল কৌতূহল। এবার কি বার্সেলোনাকে গার্ড অব অনার দেবে রিয়াল মাদ্রিদ? বেশ ভালো সম্ভাবনা আছে বার্সেলোনা আজই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। বার্সেলোনা এর পরের ম্যাচটা খেলবে রিয়ালের বিপক্ষে। প্রথা অনুযায়ী সেই ম্যাচে বার্সেলোনাকে গার্ড অব অনার রিয়াল মাদ্রিদ দেবে কি না, তা নিয়েই চলছে বিতর্ক। বিতর্কে পানি ঢালার চেষ্টা করেছেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভের্দে।

তিনি বলেছেন, 'অনেকেই দেখছি এই গার্ড অব অনার নিয়ে অনেক কথা বলছে। আমরা যখন সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে গেলাম, তখনো এ নিয়ে অনেক কথা হয়েছিল। আসলে গার্ড অনার দেওয়া হবে কি না, সেটি যে দল দেবে সেই দলের সিদ্ধান্ত। আমার কাছে মনে হয় গার্ড অব অনার ব্যাপারটি ছিল প্রতিপক্ষ খেলোয়াড়দের সম্মান জানানোর বিষয়। তবে বার্সা ও মাদ্রিদের মধ্যে এখন এটা কেমন জানি হয়ে গেছে।'

Bootstrap Image Preview