Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

৪ ওভারে ৫৫ তার পরেও মুস্তাফিজের প্রশংসায় রোহিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৮, ০৫:৫৬ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৮, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

চলতি আইপিএলে মুম্বাইয়ের হয়ে বোলিং করে প্রথম তিনটি ম্যাচেই প্রশংসা কুড়িয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।কিন্তু বেঙ্গালুরের বিপক্ষে বল হাতে জ্বলে উঠতে পারেনি এই বা-হাতি পেসার।

৪ ওভার বল করে দিয়েছেন ৫৫ রান।তবে এমন বাজে পারফম্যান্স করলেও প্রথম জয়ের দেখা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।তাই গতকাল ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিং প্রসঙ্গে মুম্বাই ক্যাপ্টেন রোহিত শর্মা বলেন, একজন বোলার সব সময় ভালো খেলবেন না। পরের ম্যাচেই ছন্দে ফিরবেন মোস্তাফিজ।

তিনি আরো বলেন,মুস্তাফিজ প্রথমবারের মতো মুম্বাইয়ের হয়ে খেলছেন আর তার ম্যাচের সংখ্যাও অনেক কম। মুস্তাফিজ  ভালো করতে পারেনি। আপনিও সবসময় ছন্দে থাকবেন না। একজন বোলার সবদিন ভালো বোলিং করবেন না। একদিন তার বোলিং খারাপ হতেই পারে। তবে আমি আশা করছি মুস্তাফিজ পরের ম্যাচেই ছন্দে ফিরবে।'

উল্লেখ্য, আগামী ২২ এপ্রিল রাজাস্থানের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই।খেলাটি শুরু হবে বাঙলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে।

Bootstrap Image Preview