Bootstrap Image Preview
ঢাকা, ১৫ সোমবার, অক্টোবার ২০১৮ | ৩০ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

গাড়ি থামিয়ে রাস্তায় ভক্তদের সঙ্গে ক্রিকেট খেললেন শচীন (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৮, ০১:০৬ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৮, ০১:১৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

হাতের কাছে ঈশ্বর পাওয়াই বটে! মুম্বাইয়ের জনাকয়েক তরুণ এমন কিছু মুহূর্ত উপহার পেলেন, যা তাঁরা সারা জীবনেও ভুলতে পারবেন বলে মনে হয় না৷ আর যাই হোক, এমন অভিজ্ঞতা অত্যন্ত সৌভাগ্যবানদেরও হয় না৷

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিভিও৷ মুহূর্তে ভাইরাল৷ ভিডিওটি পোস্ট করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি৷ পরে একই ভিডিও পোস্ট করেন আরও কেউ কেউ৷ শেয়ার করেন অসংখ্য মানুষ৷

কাম্বলির ভিডিওর নায়ক অন্য কেউ নন, বরং স্বয়ং ক্রিকেটে অবিসংবাদিত ভগবান শচীন টেন্ডুলকার৷ দেখে নেওয়া যাক ভিডিও’র বিষয়বস্তু কী ছিল৷

https://twitter.com/vinodkambli349/status/985868468590465024

ভিডিওতে রাস্তার উপরে ডিভাইডারকে স্ট্যাম্প বানিয়ে ক্রিকেট খেলার ছবি সারা ভারতেই দেখা যায়৷ মু্ম্বাইয়ে কয়েকজন তরুণ রাস্তার ধারা এমনই স্ট্রিট ক্রিকেটে ব্যস্ত ছিলেন৷ হঠাৎ একটি গাড়ি এসে দাঁড়ায় ঠিক পাশেই৷ দরজা খুলে যিনি বেরিয়ে আসেন, তাঁকে দেখে ছোকরাদের মুখের অভিব্যক্তি ছিল দেখার মতো৷ স্বয়ং শচীন টেন্ডুলকার এসে ব্যাট চেয়ে নিয়ে স্ট্রিট ক্রিকেটে মেতে উঠলেন তাঁদের সঙ্গে৷

রাস্তায় গাড়ি নিয়ে যারা পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন, তাঁদের মধ্যে কেউই বিশ্বাস করতে পারছিলেন না যে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৩৫ হাজার রানের মালিক শচীন কি না বান্দ্রার রাস্তার ধারে ক্রিকেট খেলছেন ছেলে ছোকরাদের সঙ্গে! সম্বিত ফিরতেই গাড়ি থামিয়ে শুরু হয় মোবাইলে ছবি তোলা ও ভিডিও রেকর্ডিং৷ খলার শেষে শচীনের সঙ্গে হাত মেলানো ও সেলফি তোলার সুযোগও পেয়ে যান কেউ কেউ৷

কাম্বলি ছেলেবেলার বন্ধুর এই ভিডিওটি পোস্ট করে লেখেন, ‘মাস্টার ব্লাস্টার, পুরনো দিনের মতো জীবনটা উপভোগ করতে দেখে ভালো লাগছে৷’

Bootstrap Image Preview