Bootstrap Image Preview
ঢাকা, ১৭ সোমবার, ডিসেম্বার ২০১৮ | ৩ পৌষ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

মুস্তাফিজদের সামনে এবার বেঙ্গালুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৮, ১০:৩২ AM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৮, ১০:৩২ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

মঙ্গলবার ওয়াংখেড়ের মাঠে সম্মুখ সমরে মুম্বাই বনাম বেঙ্গালুরু। তিনটি ম্যাচ খেলে তিনটিতে হারতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও এবারের আইপিএল ভালো শুরু করেনি। কষ্টার্জিত জয় এসেছে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। এই অবস্থায় টুর্নামেন্টে টিঁকে থাকতে হলে মুম্বই ও বেঙ্গালুরু দুই দলকেই জিততে হবে।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। খেলাটি সরাসারি সম্প্রচার করবে চ্যানেল নাইন, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস সিলেক্ট ১।

শেষ ম্যাচে রাজস্থান রয়্যালস আরসিবি-র বিরুদ্ধে ২১৭ রান তোলে বেঙ্গালুরুর চিন্নাস্বামীর মাঠে। সেই রান তাড়া করতে নেমে ১৯৮ রানে থামে কোহলিদের ইনিংস। ১৯ রানে হারতে হয়েছে বিরাটদের।

এদিকে মুম্বাইও তাদের ঘরের মাঠে শেষ ম্যাচ দিল্লির বিরুদ্ধে হেরেছে। ১৯৪ রান তুলেছিল মুম্বাই। তবে জেসন রয়ের অনবদ্য ব্যাটসম্যানশিপে ম্যাচ পকেটে পুরে নেয় দিল্লি।

সবমিলিয়ে ব্যাটে-বলে শুরুটা ভালো হয়নি দুই দলেরই। বিরাট কোহলি নিজে রান পেলেও এখনও নিজেকে মেলে ধরতে পারেননি রোহিত শর্মা। নিজেকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে নামিয়ে এনেছেন তিনি। সেটাও রোহিতের রান না পাওয়ার কারণ হতে পারে। যদিও দিল্লির বিরুদ্ধেও মিডল অর্ডারে তিনি ব্যাট করবেন।

মিডল অর্ডারে কায়রন পোলার্ড ও দুই পান্ডিয়া ভাইরা জ্বলে উঠলে ঘরের মাঠে মুম্বাই প্রথম জয় পেতেই পারে। এখন দেখার বিরাটের বেঙ্গালুরুকে থামাতে পারে কিনা রোহিতের মুম্বাই।

অন্যদিকে আজ মু্বাই একাদেশ বিগত ম্যাচে জায়গা পাওয়া আকিলা ধনাঞ্জয়া জায়গা হারাতে পারেন। শেষ ম্যাচে তিনি বেশ খরুচে চিলেন। তার জায়গায় দলে আসতে পারেন ইনজুরি আক্রন্ত প্যাট কামিন্সের জায়গায় দলে আসা এডাম মিনলে।

সম্ভাব্য একাদশ

মুম্বাই ইন্ডিয়ানস:  ইভিন লুইস, সূর্যকুমার যাদব, ইশান কিশান, রোহিত শর্মা (অধিনায়ক),  কাইরন পোলার্ড,  ক্রুনান পান্ডে,  হার্ডিক পান্ডে, মায়াঙ্ক মারকান্ডে,  এডাম মিলনে, মুস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুম্রা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:  কুইন্টন ডি কক,  ব্রেন্ডন ম্যাককালাম,  বিরাট কোহলি (অধিনায়ক),  এবি ডি ভিলিয়ার্স,  মন্দিপ সিং, পবন নেগি,  ওয়াশিংটন সুন্দর,  ক্রিস ওকস,  উমেশ যাদব, কুলভত খিজিরিয়া, যজুবেন্দ্র চাহাল।

Bootstrap Image Preview