Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শনিবার, ডিসেম্বার ২০১৮ | ১ পৌষ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

মুম্বাইয়ে নতুন অভিজ্ঞতার কথা জানালেন মুস্তাফিজ (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৮, ০১:৩৭ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৮, ০১:৩৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

এবারের আসরে দলগত পারফরম্যান্সে চাপে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে ভালো করছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তাই নতুন দলে সময়টা ভালোই কাটছে মুস্তাফিজুর রহমানের। এ মুহূর্ত্বে দলের সেরা বোলারের তকমাটা রয়েছে তার কাছেই।

শনিবার নববর্ষকে বরণ করে নিয়েছে বাঙালিরা।রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের ভোরিফাইড পেইজে প্রকাশিত মুস্তাফিজ ভিডিও বার্তায় মাধ্যকে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।একদিন  মুস্তাফিজের শুশেচ্ছা জানানোর কারণ হচ্ছে পাশ্ববর্তী দেশ ভারতে একদিন পর  বাংলা নববর্ষ পালন করা হয়।

মুস্তাফিজের প্রকাশিত অন্য একটি ভিডিওতে দলের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। ভিডিওতে তিনি বলেছে, ‘এ বছর প্রথমবারের মতো আমি মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছি। এর আগের দুই বছর আমি হায়দ্রাবাদে ছিলাম। এটা নতুন। ড্রেসিংরুমে অনেক সিনিয়র খেলোয়াড় আছেন। আমার বয়সী অনেকেই আছেন। টিম কম্বিনেশনও ভালো। কোচরাও অনেক হেল্পফুল, খেলোয়াড়রাও অনেক হেল্পফুল।’

এরপর মুস্তাফিজ বলেন, ‘সব সময় নতুন কোচের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। আমিও শেখার চেষ্টা করছি। বুমরাহ (জসপ্রিত বুমরাহ) এখন খুব ভালো করছে। বিশেষ করে ডেথ ওভারে খুবই ভালো বল করে। দু'জন একসঙ্গে বোলিং করছি। আমার খুব ভালো লাগছে।’

https://twitter.com/mipaltan/status/985510552926486529
Bootstrap Image Preview