Bootstrap Image Preview
ঢাকা, ২৪ সোমবার, সেপ্টেম্বার ২০১৮ | ৯ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ভারতকে হারিয়ে শ্যুটিংয়ে উজ্জল বাংলাদেশের বাকী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৮, ১১:১৭ AM আপডেট: ০৮ এপ্রিল ২০১৮, ১১:১৯ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

অস্ট্রেলিয়ার গোলকোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনে বাংলাদেশের হয়ে প্রথম পদক জিতলেন বাংলাদেশের আব্দুল্লা হেল বাকী।ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে তিনি দ্বিতীয় হয়ে জিতেছেন রৌপ্যপদক। দশমিক তিন পয়েন্ট কম স্কোর করায় স্বর্ণ পদক হাতছাড়া হয় তার।

শনিবার চূড়ান্ত রাউন্ডে আটজন অংশ নেন। ২৪৫ স্কোর করে স্বর্ণ জিতেন অস্ট্রেলিয়ার ডেন স্যাম্পসন।বাকী ২৪৪.৭ স্কোর করেন। ২২৪.১ স্কোর করে ব্রোঞ্জ জিতেন ভারতের রবি কুমার। ২২৪.১ স্কোর করে ব্রোঞ্জ জিতেন ভারতের রবি কুমার। এর আগে ২০১৪ সালে গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসেও রৌপ্য জিতেছিলেন বাকী।

অস্ট্রেলিয়ার গোলকোস্টে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছরের ৪ এপ্রিল কমনওয়েলথ গেমসে শুরু হয়। শেষ হবে ১৮ই এপ্রিল।
Bootstrap Image Preview