Bootstrap Image Preview
ঢাকা, ২৪ সোমবার, সেপ্টেম্বার ২০১৮ | ৯ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বিরাটের জন্য এখনো ‘পাগল’ এই বলিউড নায়িকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৮, ১১:৪১ AM আপডেট: ২৯ মার্চ ২০১৮, ১১:৪১ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-  

মহেন্দ্র সিংহ ধোনির ‘প্রাক্তন’ প্রেমিকা। তবে সত্যিকারের ধোনির নয়, রিল লাইফ ধোনির। হ্যাঁ, সিনেমার পর্দায় ধোনির বায়োপিকে তিনিই ছিলেন ধোনিরূপী সুশান্তের অনস্ক্রিন প্রেমিকা। বুঝতেই পেরে গিয়েছেন, কার কথা বলা হচ্ছে। তিনি দিশা পাটানি। এই দিশা চেয়েছিলেন কোহলির সঙ্গে ডেটে যেতে।শুনে অবাক লাগছে।অবাক হওয়ার কিছু নেই।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদমাধ্যমে প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটের তথা বিশ্বক্রিকেটের এই মুহূর্তের সম্রাট বিরাট কোহলিকে তাঁর অসম্ভব ভাল লাগত। তিনি কল্পনা করতেন, বিরাটের সঙ্গে ডেটে যাওয়ার।

একটি টিভি সাক্ষাৎকারে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, তখন আনুশকা শর্মা ছিলেন বিরাট কোহলির প্রেমিকা মাত্র। আজ তিনি বিরাট-ঘরণী। এখনও কি মনে মনে তাঁর প্রাক্তন ‘ক্রাশ’-এর কথা ভাবেন দিশা?

Bootstrap Image Preview