Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শনিবার, ডিসেম্বার ২০১৮ | ১ পৌষ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

১১ কোটি টাকা দিয়েও বিরাটকে পেলেন না দীপিকা !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৮, ০৪:৫৫ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৮, ০৪:৫৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগেই  ১১ কোটি টাকা ক্ষতি হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।আর এই মোটা অংকের টাকার  ক্ষতি হলো টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলির জন্য।

ঘটনা খুলে বলা যাক। সর্বভারতীয় এক প্রচারমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আরসিবি-র সঙ্গে বিজ্ঞাপনী গাঁটছড়া বাঁধতে চাইছিল ‘গো আইবিবো’ নামের একটি ভ্রমণ সংস্থা। দীপিকা পাডুকোনে সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ‘গো আইবিবো’-র সেই বিজ্ঞাপনী শ্যুটিং করতে নারাজ বিরাট।

কারণ, সেই প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকা-র সঙ্গে জুটি বেঁধে শ্যুটিংয়ে রাজি নন স্বয়ং বিরাট। যার ফলে স্পনসরশিপ বাবদ প্রায় ১১ কোটি টাকা হারাতে হচ্ছে আরসিবি-কে।

তাহলে কী দীপিকার সঙ্গে বিরাটের সম্পর্ক ভাল নয়? একদমই নয়। কারণ, সর্বভারতীয় মিডিয়ার দাবি, বিরাটের সঙ্গে আরসিবি-র কন্ট্র্যাক্টেই নাকি অন্যতম শর্ত ছিল তিনি কোনও হিরোইনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবেন না। আর সেই কারনেই দীপিকাকে না করে দিয়েছেন বিরাট।

Bootstrap Image Preview