Bootstrap Image Preview
ঢাকা, ১০ সোমবার, ডিসেম্বার ২০১৮ | ২৬ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

কালো ব্যাচ পরে খেলবে টাইগাররা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৮, ০১:২১ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৮, ০১:২১ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

আগামীকাল বুধবার নিদাহাস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কালো ব্যাজ পরে সেই ম্যাচে মাঠে নামবে তামিম-মুশফিকরা।

গতকাল সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই বাংলাদেশি।

এদিকে পয়েন্ট তালিকায় বর্তমানে ভারত চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর সমান দুই পয়েন্ট নিয়েও রান রেটের ব্যবধানে পিছিয়ে থেকে বাংলাদেশ আছে তিনে আর শ্রীলঙ্কা আছে দুইয়ে। ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে প্রতিযোগিতায় নিজেদের বাকি দুটি ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে সফরকারী টাইগাররা মাঠে নামবে ১৪ ও ১৬ মার্চ। এ দুটি ম্যাচের একটিতে বাংলাদেশ জয় পেলেই নিদাহাস ট্রফির ফাইনাল নিশ্চিত হয়ে যাবে।

Bootstrap Image Preview