Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

আত্মপক্ষ সমর্থন করে জামিন পেলেন স্টোকস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ০২:১১ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ০২:১১ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

ব্রিসটলে নাইট ক্লাবের সামনে মারামারি ঘটনার মঙ্গলবার ব্রিসটল ম্যাজিস্ট্রেট কোর্ট হাজির হয়েছিলেন বেন স্টোকস৷ কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। আত্মপক্ষ সমর্থন করায় আদালত তার জামিন মঞ্জুর করে। পরে স্টোকসের মারপিটের মামলাটি বিস্টল ক্রাউন কোর্টে পাঠানো হয়।

নাইট ক্লাবে মারপিঠের ঘটনায় সম্প্রতি অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজ মিস করেছেন স্টোকস৷ অস্ট্রেলিয়ার মাটিতে ০-৪ অ্যাশেজ হারে ইংল্যান্ড৷ গত বছর ২৫ সেপ্টেম্বর ব্রিস্টলে নাইট ক্লাবে মারপিঠের ঘটনায় স্টোকসের সঙ্গে এদিন ব্রিস্টল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির ছিলেন অপর দুই অভিযুক্ত রায়ান আলি ও রায়ান হ্যালে৷ ঘটনাটি ঘটেছিল ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলার পরে৷

স্টোকসের বিরুদ্ধে অভিযোগ, এই ঘটনায় ২৭ বছরের আলির চোখের সোকেট ক্ষতিগ্রস্ত হয়৷ ঘটনার সময় স্টোকসের সঙ্গে নাইট ক্লাবে উপস্থিত ছিলেন অ্যালেক্স হ্যালেস৷ যদিও তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি৷ কিন্তু অভিযোগের ভিত্তিতেই দলের এক নম্বর অল-রাউন্ডার স্টোকসকে সাময়িক নির্বাসিত করে ইসিবি ও টিম ম্যানেজমেন্ট৷

বুধবার ইসিবি’র এক মুখপাত্র জানিয়েছেন, ‘ব্রিসটল ম্যাজিস্ট্রেট কোর্ট স্টোকসের দোষ খুঁজে না পাওয়া, সে আগামী কাল ইংল্যান্ড দলের সাথে যোগ দিতে নিউজিল্যান্ড রওনা দেবে।’

ব্রিসটল কোর্ট স্টোকসকে নির্দোষ জানিয়ে মামলাটি ব্রিসটল ক্রাউন কোর্টে স্থানান্তর করেছে ম্যাজিস্ট্রেট কোর্ট। সেখানে আদালতে প্রথম শুনানি ১২ মার্চ৷ স্টোকসের উদ্যেশে বিচারক সিমোন কুপার বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি ব্রিস্টলের ক্রাউন কোর্টেই তোমার ট্রায়াল হবে৷ প্রথম শুনানি ১২ মার্চ৷ তোমার জামিন মঞ্জুর হল৷’ অস্ট্রেলিয়ায় অ্যাশেজ খেলতে না-গেলেও নিউজিল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলতে যান স্টোকস৷ এদিন আদালতে হাজিরা দিতে দেশে ফিরলেও চলতি মাসে নিউজ্যান্ডে ওয়ান ডে সিরিজের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন ইংল্যান্ড অল-রাউন্ডার৷

Bootstrap Image Preview