Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

মোসাদ্দেক প্রসঙ্গে কথা বললেন সুজন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৮, ১২:৪১ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৮, ১২:৪১ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

ত্রিদেশীয় সিরিজের পর টেস্ট সিরিজেও বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। সামনে টি-টোয়েন্টি সিরিজের কঠিন পরীক্ষা। তার আগে রীতিমতো ‘বোমা’ ফাটালেন খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর জানিয়েছেন, মোসাদ্দেক আর আবাহনী কীভাবে বাংলাদেশের হারার কারণ হতে পারে।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলন শেষে সুজনের মন্তব্য, ‘আমাদের মিডিয়া এখন সন্দেহজনক। এখন এত গসিপিং হয়! মিডিয়াতে ভালো-খারাপ সব কিছুই উঠে আসবে। কিন্তু কিছু কিছু জিনিস নেগেটিভ হয়ে যাচ্ছে, যা ক্রিকেটের জন্য খুব কঠিন।’

সুজন জানিয়েছেন, টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান তিনি। ‘সংবাদ মাধ্যমের ওপর রাগ করেই কি সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন?’ এমন প্রশ্নে জাতীয় দলের সাবেক অধিনায়ক বললেন, ‘আমি তো গড নই, আমি খালেদ মাহমুদ সুজন, খুবই সামান্য একজন মানুষ। ক্রিকেটের বাইরে অন্য কিছু নিয়ে কথা শুনলে আমি খুব আহত হই। আমি নাকি আবাহনীর কোচ হয়ে মোসাদ্দেককে খেলাইনি। এমন কথা শুনলে ভাবি, এত বছর ক্রিকেটের সঙ্গে থেকে কী লাভ হলো! মোসাদ্দেক আর আবাহনী কীভাবে বাংলাদেশের হারার কারণ হতে পারে।

আমার মনে হচ্ছে, আমি বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কিছু করছি না। তাহলে আমার এখানে থেকে কী লাভ? আামি তো স্বার্থের জন্য এখানে আসিনি।’বর্তমান পরিস্থিতির জন্য সাংবাদিকদের ওপর সুজন ভীষণ ক্ষুব্ধ। তার কথা, ‘আপনারা প্রমাণ করতে চান, চন্ডিকা (হাথুরুসিংহে) চলে যাওয়ার কারণ আমি। আমরা তো ছোট বাচ্চা না। আমার পেছনে লেগে থাকলে আমি কোন দিনও ভালো হতে পারবো না। এমনও শুনেছি, রাস্তায় গেলে আমাকে মার খেতে হবে! ক্রিকেটের জন্য মার খাওয়া মেনে নেওয়ার মতো নয়।’

Bootstrap Image Preview