Bootstrap Image Preview
ঢাকা, ২১ রবিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

শততম ওয়ানডেতে সেঞ্চুরির তালিকায় ধাওয়ান নবম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৮, ১০:২৭ AM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৮, ১০:২৯ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

ভারতের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজের শততম ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন শিখন ধাওয়ান। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ৯৯ বলে সেঞ্চুরি করেন ধাওয়ান। এটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের শততম ওয়ানডে ও ১৩তম সেঞ্চুরি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডেতে সেঞ্চুরি করলেও ক্রিকেট ইতিহাসে নবম ব্যাটসম্যান তিনি।

১৯৮৮ সালে ক্রিকেট ইতিহাসের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম ওয়ানডেতে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজ। শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সেই সেঞ্চুরিটি করেছিলেন তিনি।

গর্ডন গ্রিনিজ: ১৯৮৮ সালে শারজায় পাকিস্তানের বিরুদ্ধে নিজের ১০০ তম ওডিআই ম্যাচে শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার।

ক্রিস ক্রেইনস: ১৯৯৯ সালে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভারতের বিরুদ্ধে নিজের ১০০তম ওডিআই ম্যাচে শতরান করেছিলেন কিউয়ি ক্রিকেটার ক্রিস ক্রেইনস।

মোহম্মদ ইউসুফ: ২০০২ সালে শারজা কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের ১০০তম ওডিআই ম্যাচে শতরান করেছিলেন এই পাক ক্রিকেটার।

কুমার সঙ্গাকারা: ১০০তম ওডিআই ম্যাচে শতরান আছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানেরও। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ১০০তম ম্যাচে সেঞ্চুরি করেন সঙ্গাকারা।

ক্রিস গেল: নিজের ১০০তম ওডিআই ম্যাচে শতরান আছে গেলেরও।

মার্কস ট্রেসকোথিক: সেঞ্চুরি করে নিজের শততম ম্যাচকে স্মরণীয় করে রেখেছেন এই ব্রিটিশ ক্রিকেটার।

রামনরেশ সারওয়ান: শততম ওডিআই ম্যাচে সেঞ্চুরি আছে সারওয়ানেরও।

ডেভিড ওয়ার্নার: ভারতের বিরুদ্ধে নিজের শততম ওডিআই ম্যাচে সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার।

শিখর ধাওয়ান: এই তালিকায় নতুন সংযোজন ধবন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৯ রানের ইনিংস খেলেন তিনি।

Bootstrap Image Preview