Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, অক্টোবার ২০১৮ | ৩ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ফেডেরার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৮, ১২:৪৫ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৮, ০১:০৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছলেন রজার ফেডেরার। শুক্রবার সেমিফাইনালের লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী হিয়ন চুং-এর মুখোমুখি হন তিনি। আনকোরা প্রতিপক্ষ হলেও ম্যাচের শুরু থেকেই ফোকাসড ছিলেন সুইস ওই টেনিস প্লেয়ার।

এ দিন রজারের সামনে প্রথম সেটে দাঁড়াতেই পারেননি চুং। ৬-১ ব্যবধানে প্রথম সেট জিতে নেন ফেডেরার। দ্বিতীয় সেটেও দেখা যায় ফেডেরার-ম্যাজিক। তবে দ্বিতীয় সেটের খেলা সম্পূর্ণ হয়নি। দ্বিতীয় সেটের খেলা চলাকালীনই পায়ে চোট পান চুং। চেষ্টা করেও আর কোর্টে ফেরা সম্ভব হয়নি তাঁর পক্ষে। চুং যখন চোট পেয়ে কোর্ট ছাড়েন তখন ফেডেরারের পক্ষে খেলার ফল ৫-২। চুং মাঝ পথে ম্যাচ ছেড়ে দেওয়ায় অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে পৌঁছলেন ফেডেরার।

রবিবার অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে মারিন চিলিচের মুখোমুখি হবেন ফেডেরার। এর আগে ৯ বার চিলিচের মুখোমুখি হয়েছেন রজার। তার মধ্যে ৮টি ম্যাচেই জিতেছেন তিনি। চিলিচ জিতেছেন ১টি ম্যাচে।

Bootstrap Image Preview