Bootstrap Image Preview
ঢাকা, ২১ শুক্রবার, সেপ্টেম্বার ২০১৮ | ৫ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

হাথুরুর প্রিয় নন সৈম্য-তাসকিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৮, ০৩:২৫ PM আপডেট: ১৪ জানুয়ারী ২০১৮, ০৩:২৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহ বাংলাদেশের কোচ থাকা কালীন একটা গুঞ্জন সবার মুখে ছিল। সেটা হলো বাংলাদেশ দলে হাথুরুর প্রিয় ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে এগিয়ে ছিলেন সৈম্য সরকার ও তাসকিন আহমেদ। তবে আজ সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে হাথুরু জানান সৈম্য ও তাসকিন তার প্রিয় ক্রিকেটার ছিলেন না।

ত্রিদেশীয় সিরিজের আগে আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন হাথুরুসিংহে। সেখানে তার প্রিয় শিষ্য তাসকিন ও সৈম্য বিষয়ে জানতে চাইলে হাথুরু বলেন, শুধু সৌম্য আর তাসকিনই আমার প্রিয় ক্রিকেটার ছিলেন, কে বললো। বাংলাদেশ দলে আরও বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে, যারা ভালো খেলেছেন, তারা সবাই আমার প্রিয়।’

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আগামী ১৭ জানুয়ারি (বুধবার) নিজেদের প্রথম ম্যাচের বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। এ ম্যাচ দিয়েই কোচ হিসেবে লঙ্কানদের সঙ্গে হাথুরুসিংহের যাত্রা শুরু হবে।

Bootstrap Image Preview