Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ইনজুরিতে মাঠের বাইরে নেইমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৮, ০২:২২ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৮, ১০:৫৯ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

পিএসজির আজকের ম্যাচে অংশনেবেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। উনাই এমরি যে একাদশ সাজিয়েছেন সেখানে নেইমারের নাম নেই ইএসপিএন এর বরাত দিয়ে “ডেইলি মেইল” জানিয়েছে পাঁজর এর ব্যাথার কারণে তিনি চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবারের অনুশীলনীতে তিনি ছিলেন না। তার সাথে অধিনায়ক সিলভাও মাঠের বাহিরে থাকবেন। কারণ তাদের দুজনেরই ইনজুরি। আজ পিএসজির সাথে নানতেসের খেলা রয়েছে।

ব্রাজিলিয়ান তারকা ইনিজুরির কারণে ইতিমধ্যে লিগ ওয়ানের তিনটি ম্যাচ খেলতে পারেননি। নেইমারের যায়গায় দেখা যাবে কাভানিকে। ইনজুরির কারণে থিয়াগো মোতাকেও পাবেনা পিএসজি।

শেষ ম্যাচেও গোল করেন তারকা নেইমার। সব ধরনের প্রতিযোগিতায় পিএসজির হয়ে ২১ গোল করেন নেইমার। চ্যাম্পিয়ন লিগে পিএসজির সামনের ম্যাচ রিয়ালের সাথে,তার আগে নেইমারকে নিয়ে কোন রকম ঝুকি নিতে চায়না পিএসজি।

চলতি মৌসুমে লিগ ওয়ানে এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে ১১টি গোল করেছেন তিনি। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২১টি গোল। লিগ ওয়ানে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে পিএসজি। ২০ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে মোনাকো।

Bootstrap Image Preview