Bootstrap Image Preview
ঢাকা, ১৫ সোমবার, অক্টোবার ২০১৮ | ৩০ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

‘দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলে কোহলির নিজেকে বসানো উচিত’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৮, ০১:২৫ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৮, ০১:২৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির দল নির্বাচন নিয়ে অখুশি বীরেন্দ্র সেওয়াগ। ক্রিকেটজীবনে যেভাবে ভয়ডরহীন ব্যাট করতেন, সেভাবেই ভারতীয় অধিনায়ককে আক্রমণ করেছেন শেওয়াগ। তাঁর মন্তব্য, দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলে নিজেকে বসানো উচিত কোহলির।

কেপটাউনে প্রথম টেস্টে ৭২ রানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। সে ম্যাচে গোটা দলই ব্যর্থ হয়েছিল। সেঞ্চুরিয়নে একাদশে ৩টি পরিবর্তন করেছেন অধিনায়ক বিরাট কোহলি। শিখর ধাওয়ানের জায়গায় ঢুকেছেন কেএল রাহুল। ঋদ্ধিমান সাহা ও ভুবনেশ্বর কুমারের পরিবর্তে খেলছেন পার্থিব প্যাটেল ও ইশান্ত শর্মা। গত ম্যাচের সফল বোলার ভুবিকে বাদ দেওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। যদিও দুই ইনিংস মিলে ছয় উইকেট নিয়ে ভারতের সবচেয়ে ভাল বোলিং পারফরম্যান্স দেখিয়েছিলেন পেসার ভুবনেশ্বর কুমার।

কোহলির ভুবনেশ্বর বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা। একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে সেওয়াগ বলেন, ''এক ম্যাচ ব্যর্থ হওয়ার পরই ধাওয়ান। কোনও কারণ ছাড়াই ভুবনেশ্বরকে বসানো হল। সেঞ্চুরিয়নে পারফর্ম করতে ব্যর্থ হলে তৃতীয় টেস্টে নিজেকেও বসানো উচিত কোহলির।''

বীরেন্দ্র সেওয়াগের মতে, ''ভুবনেশ্বরের আত্মবিশ্বাসে চিড় ধরতে পারে। অন্য কোনও বোলারারের জায়গায় ইশান্তকে খেলানো উচিত ছিল। কেপটাউনে ভাল খেলার পর ভুবিকে মাঠের বাইরে বসানো সঠিক সিদ্ধান্ত নয়।''

Bootstrap Image Preview