Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, নভেম্বার ২০১৮ | ৬ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

একাদশে তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৮, ০২:৫৪ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৮, ০৩:০৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে টিকে থাকার ম্যাচে দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাটিং নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দুপ্লেসিস।কেপটাউনের সেঞ্চুরিয়নে এ ম্যাচে ভারতীয় একাদশে এসেছে তিনটি পরিবর্তন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলেও একটি বদল হয়েছে। আহত ডেল স্টেইনের বদলে দলে এসেছেন লুঙ্গি এনগিডি। এটাই তাঁর প্রথম টেস্ট ম্যাচ।

আজ দ্বিতীয় টেস্টের ভারতের একাদশে ঋদ্ধিমান সাহার জায়গায় দলে এসেছেন পার্থিব প্যাটেল। আর শিখর ধাওয়ানকে বসিয়ে আজ দলে জায়গা দেওয়া হয়েছে কে এল রাহুলকে। মুরলী বিজয়ের সঙ্গে ওপেনিং করবেন তিনি। গত ম্যাচে দুই ইনিংসে ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা। দ্রুত গতির বলের সামনে রোহিতের দুর্বলতার জন্য রাহানেকে একাদশে ফেরানোর ইঙ্গিত ছিল। টেকনিকে রোহিত শর্মার চেয়ে অনেক এগিয়ে অজিঙ্ক রাহানে। দক্ষিণ আফ্রিকায় তাঁর শতরানও রয়েছে। কিন্তু দল নির্বাচনে একদিনের ফর্মকেই প্রাধান্য দিলেন অধিনায়ক বিরাট কোহলি। পাশাপাশি গত ম্যাচের সেরা বোলার ভুবনেশ্বর কুমারকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে ইশান্ত শর্মাকে। সেঞ্চুরিয়নের পিচে বলে তেমন মুভমেন্ট হবে না, সে কথা ভেবেই ভুবনেশ্বরকে বসানো হয়েছে।

ব্যাটিংয়ের ধার বাড়াতে দলে এলেন পার্থিব প্যাটেল। কিপিংয়ে বিশ্বসেরা ঋদ্ধিমান সাহা গত ম্যাচেও ১০টা ক্যাচ নিয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, পার্থিব প্যাটেলের ব্যাটিংও আহামরি নয়।

২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকের পর টেস্টে তাঁর ব্যাটিং গড় ৩৩.৭৭। একটাও শতরান নেই। অর্ধ শতরান ৫টি। ২৪ ম্যাচে ৩৪টি ইনিংসে করেছেন ৮৭৮ রান। অন্যদিকে ঋদ্ধিমান সাহার ব্যাটিং গড় ৩০.৬৩। শতরান রয়েছে ৩টি। অর্ধ শতরান ৫টি। ৩২ ম্যাচে ৪৬ ইনিংসে করেছেন ১,১৬৪ রান।

Bootstrap Image Preview