Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ৮ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

‘মা’ হচ্ছেন আনুশকা শর্মা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৭, ০৮:৪৩ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৭, ০৯:০১ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

এতো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি!আনুশকা শর্মা নাকি মা হতে চলেছেন!তবে আনুশকা মা হচ্ছেন রিয়েল লাইফে নয়, রিল লাইফে। আনুশকার আপ কামিং ফিল্মের চরিত্র এটি। ছবির নাম যদিও এখনও জানানো হয়নি। পরিচালক শ্রী নারায়ন সিং।

টয়লেট এক প্রেম কথার মতো অন্য ধরনের ছবি করতেই পছন্দ করেন পরিচাল। তার পরের ছবির বিষয় স্যারোগেসি বলে জানিয়েছেন। সেখানে মায়ের সঙ্গে শিশুর যে আত্মিক সম্পর্ক সেটা তুলে ধরতে চান।এই ফিল্মের নায়িকা হিসেবে আনুশকাকেই বেছে নিয়েছেন পরিচালক। ২০১৮র নবরাত্রির সময় গুজরাট ও রাজস্থানে শুরু হবে শ্যুটিং।

 
Bootstrap Image Preview