Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ৮ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

রুটি বানিয়ে নেট দুনিয়ায় ঝড় তুললো ধোনির মেয়ে (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৭, ০৫:২৩ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৭, ০৫:২৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক- প্রায়ই সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি ও ভিডিও আপলোড করে থাকেন ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী।জিভাকে দেখে আপ্লুত হন ভক্তরা। জিভার ভিডিও আপলোড করা মাত্রেই কমেন্ট, লাইক, শেয়ারের বন্যা বয়ে যায়। সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি ভিডিওতে ধোনি-কন্যাকে দেখা গিয়েছে। সেখানে ছোট্ট জিভাকে দেখা গিয়েছে, সুরের তালে তালে বেলন চাকির সাহায্যে রুটি বেলতে। পারফেক্ট গোলাকৃতি রুটি বানিয়ে চমকে দিল জিভা।ধোনির মেয়েকে ক্যামেরার সামনে সপ্রতিভ দেখিয়েছে। জিভার এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। https://www.instagram.com/p/Bb1-o0BH1Cc/?taken-by=zivasinghdhoni006
Bootstrap Image Preview