Bootstrap Image Preview
ঢাকা, ২১ শুক্রবার, সেপ্টেম্বার ২০১৮ | ৬ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বিসিবির সঙ্গে আলোচনায় বসতে ঢাকা আসছেন হাথুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৭, ১১:০৮ AM আপডেট: ১৫ নভেম্বর ২০১৭, ১১:০৮ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

বাংলাদেশে ফিরছেন মুশফিক মাশরাফিদের সদ্য 'সাবেক' কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ বা কালের মধ্যেই ফিরতে পারেন তিনি। শোনা যাচ্ছে, পদত্যাগের বিষয়টি পরিস্কার করতে বাংলাদেশে আসছেন হাথুরু।

দক্ষিণ আফ্রিকা সফরে দলের ব্যর্থতায় সমালোচনায় বিদ্ধ হন হাথুরুসিংহে। দলের এই ব্যর্থতায় বিসিবি সভাপতি নাজমুল হাসানও কোচের সমালোচনা করেছিলেন। এর ফলশ্রতিতে বৃহস্পতিবার হুট করেই পদত্যাগের ঘোষণা দেন হাথুরুসিংহে। পদত্যাগ পত্র জমা দিলেও এখনো তার পদত্যাহ পত্র গ্রহণ করেনি বিসিসি। হাথুরুর সঙ্গে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে বিসিবির। আকস্মিক শ্রীলঙ্কান এ কোচের পদত্যাগে বাংলাদেশ ক্রিকেটের নানা পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ার হুমকিতে পড়েছে।

জানা গেছে, শ্রীলঙ্কান এই কোচকে সিদ্ধান্ত বদলের জন্য অনুরোধ করবে বিসিবি। তাতে হাথুরুসিংহে রাজি না হলে অন্তত আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ পর্যন্ত থাকতে বলবেন বিসিবি কর্তারা। ২০১৪ সালে শেন জার্গুসনের বিদায়ের পর বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নেন হাথুরু।

আরো জানা যায়, হাথুরুসিংহে তার সিদ্ধান্তে অনড়। সিদ্ধান্ত পরিবর্তনের বিন্দুমাত্র ইচ্ছা নেই। তবে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়তে চাইলেও চুক্তিতে কিছুটা বাধ্যকতা আছে। অন্তত এক মাস আগে বোর্ডকে জানানোর কথা। অবশ্য শ্রীলঙ্কান বোর্ড নাকি চায় নতুন কোচকে আগামী জানুয়ারির মধ্যে নিয়োগ দিতে।

এখন গুঞ্জন শোনা যাচ্ছে হাথুরু নাকি শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হতে পারেন। এর আগে তিনি দলটির সহকারী কোচ ছিলেন। গত বছর ও হাথুরুকে শ্রীলঙ্কা দলের কোচ হতে প্রস্তাব দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে এসেছে, শ্রীলঙ্কার কোচ হচ্ছেন হাথুরু। এরই মধ্যে দু’পক্ষের আলোচনাও নাকি বহুদূর এগিয়েছে।

Bootstrap Image Preview