Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, অক্টোবার ২০১৮ | ২ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

দুপুরে খুলনা, রাতে মাঠে নামছে ঢাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৭, ১০:৩৭ AM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৭, ১০:৪১ AM

bdmorning Image Preview


শোভন সাহা।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ম্যাচে আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে টেবিলের তিনে অবস্থান করা সিলেট সিক্সার্স ও মাহমুদুল্লাহর খুলনা টাইটান্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১টায় খেলাটি শুরু হবে।

বিপিএলের এবারের আসরে শুরুটা দাপটের সাথে করে। প্রথম তিন ম্যাচেই নাসিররে দল পায় হ্যাট্যিক জয়। কিন্ত এর পর থেকেই ছন্দ পতন। মাহমুদুল্লাহর দলের কাছে প্রথম হার দেখে তারা।তাই নাসিরদের কাছে এটা প্রতিশোধের ম্যাচ বলা যেতে পারে। অন্যদিকে খূলনা তাদের মেষ ম্যাচে ঢাকার কাঠে শেষ ওভারে যেয়ে ম্যাচ খিইয়েছে। তাই আজ চাইবে জয় দিয়ে নিজেদের মনোবল শক্ত করতে।

অন্যদিকে দিনের দ্বিতীয় খেলার মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস-চিটাগাং ভাইকিংস। ঢাকা চার ম্যাচ থেকে তিন জয় নিয়ে টেবিলের ১নম্বর জায়গাটিতে রয়েছে। আর এ আসরে এখনো সুবিধা করতে না পারা চিটাগাং ভাইকিংস রয়েছে ষষ্ঠ অবস্থানে। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দলদুটি।
Bootstrap Image Preview