Bootstrap Image Preview
ঢাকা, ২১ রবিবার, অক্টোবার ২০১৮ | ৬ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

স্ত্রী-র সঙ্গে রুবেলের ঘনিষ্ঠ ছবি দেখে নিজের বিয়ে নিয়ে যা বললেন হ্যাপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০১৮, ০৩:৪৩ PM
আপডেট: ০৭ মে ২০১৮, ০৩:৪৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

গত মাসে স্ত্রী ইসরাত জুয়াহানের সাথে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ছবি পোষ্ট করেন জাতীয় দলের অন্যতম পেস বোলার রুবেল হোসেন।বিয়ের পর বউকে নিয়ে এমন ছবি  প্রথম ফেসবুকে শেয়ার করেন রুবেল।এরপর অনেকেই  পর থেকেই অনেকে রুবেলের সাবেক প্রেমিকা নাজনিন আক্তার হ্যাপি-র মতামত জানতে উদ্যোগী হয়েছিলেন।

তাই যারা হ্যাপির বিয়ে নিয়ে চিন্তিত হয়েছিলেন তাদের উদ্দেশ্যে এবার হ্যাপি  নিজের ফেসবুক প্রোফাইল থেকে পুরো জবাব দিলেন। বলে দিলেন, আপাতত উচ্চতর ধর্মশিক্ষাতেই তিনি নিয়োজিত থাকবেন। বিয়ে করার কোনও পরিকল্পনাই নেই তাঁর।

হ্যাপির ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হল,অনেকে আমার বিয়ে নিয়ে খুব চিন্তা ফিকির করছেন! অনেকে নানা রকম কল্পনা জল্পনা করছেন! কেউ কেউ বলছেন গোপনে বিয়ে করেছি, কেউ কেউ বলছেন বিয়ে করতে যাচ্ছি, কেউ আবার পারলে আমাকে এখনই বিয়ে দিয়ে দেন! আপনাদের বানানো নানারকম সব গল্পে সত্যিই আমি বিরক্ত! সবার উদ্দ্যেশ্যে বলছি......

আমার বিয়ে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আমি সম্পূর্ণ মনোযোগ পড়াশুনায় দিতে চাই। এখন মীযান জামাতে পড়াশুনা করছি আলহামদুলিল্লাহ! নিয়ত আছে আলেমা হওয়ার, ইফতা পড়ার, যদি আল্লাহ কবুল করেন! আমার জন্য দোয়া করবেন। আশা করি সবার উত্তর পেয়ে গেছেন।

একসময় বাংলাদেশের উঠতি মডেল ছিলেন। জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন। বর্তমানে ধর্মচর্চার কারণে নামও বদলে ফেলেছেন তিনি। তাঁর নাম এখন আমাতুল্লাহ।

Bootstrap Image Preview