Bootstrap Image Preview
ঢাকা, ২১ রবিবার, অক্টোবার ২০১৮ | ৬ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

দ.আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে বিরাট বাহিনীতে আসছে পরিবর্তন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৮, ০৫:২৫ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৮, ০৫:২৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক- স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচই হেরেছে টিম ইন্ডিয়া।আগামীকাল থেকে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট কিন্তু তাঁর আগে  ইনজুরির কারণে দল থেকে ছিটকে যেতে পারেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। আসলে অনুশীলন চলাকালীন ইশান্ত শর্মার বলে হাঁটুতে চোট পান  রাহুল।সেই কারণে তৃতীয় টেস্টে নামতে না-ও পারেন, তাহলে শিখর ধাওয়ানকেই ব্যাট হাতে নেমে পড়তে দেখা যাবে। লোকেশ রাহুল যদি শেষ মুহূর্তে সুস্থ হয়েও ওঠেন তবুও তাঁকে ছাড়াই হয়তো নেমে পড়বে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে লোকেশ রাহুল নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। শুধু ধাওয়ান নন, ভুবনেশ্বর কুমার এবং দীনেশ কার্তিকও দলে ঢুকবেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফর ভারতীয় দলের কাছে দুঃস্বপ্ন হয়েই থাকছে। মাঠে নেমে প্রোটিয়া বোলারদের সামলাতে পারছেন না ভারতীয় ব্যাটসম্যানরা। তার উপরে চোট আঘাতের চোখ রাঙানি রয়েছে। কোহলির কাছে মোটেও সুখকর নয় দক্ষিণ আফ্রিকা সফর।
Bootstrap Image Preview