Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, নভেম্বার ২০১৮ | ৬ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

দেশের হয়ে টেস্টে প্রথম ২০০ রান করা ব্যাট ভক্তকে দিয়ে দিলেন মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৮, ০৭:৪৬ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৮, ০৭:৪৬ PM

bdmorning Image Preview


মেজবা মিলন।। মুশফিকুর তানভির বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখেন নিয়মিত। খোঁজ খবর রাখেন টাইগার দলের সব খেলোয়াড়ের। তবে তার প্রিয় খেলোয়াড় উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম।দুই জনের নামই মুশফিকুর।হয়তো সেই জন্যই নিজের প্রিয় খেলার ব্যাট দিয়ে পূরণ করলেন ভক্তের ইচ্ছা। ভক্ত মুশফিকুর তানভির থাকেন ঢাকার মিরপুরে পড়া লেখা করেন ডিল্পোমা ইঞ্জিনিয়ারিংয়ে।তার অনেক দিনের ইচ্ছা প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিমের একটা এস এস ব্যাট নেওয়ার।অনেক দিন ধরেই বিভিন্ন ভাবে মুশফিকের কাছে একটি ব্যাট চাচ্ছিলেন। কিন্তু খেলা ধুলার ব্যস্ততার মাঝে ভক্তের সেই চাওয়া পূরণ করতে পারছিলেন না মুশফিক।অবশেষে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার সময় দেখা হয় সেই ভক্তের সাথে। দেখা মাত্রই ভক্ত তার সেই আবদারের কথা বলেন মুশফিককে। ভক্তের এমন একটি ইচ্ছা পুরণ করতে খুব বেশি দেরি করলেন না মুশফিক। সাথে সাথে নিজের একটি ব্যাট দিয়ে ভক্ত মুশকিকুর তানভিরের সেই ইচ্ছা পূরণ করলেন তিনি।তাও আবার যেন তেন ব্যাট দিলেন না। যে ব্যাট দিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম দু'শো রান করেছিলেন সেই ব্যাটটি দিলেন।শুধু তাই নয়। এই ব্যাটের সাথে মুশফিকের রয়েছে ছোট বড় অনেক স্মৃতি। এতো স্মৃতি থাকার পরেও প্রিয় ব্যাটটি দিয়ে ভক্তের ইচ্ছা পূরন করলেন জতীয় দলের এই সাবেক টেস্ট অধিনায়ক। মুশফিকের কাছ থেকে ব্যাট উপহার পেয়ে খুশিতে আট খানা মুশফিকুর তানভির। প্রিয় ক্রিকেটারের কাছ থেকে ব্যাট পেয়ে কেমন অনুভতি লাগছে জানতে চাওয়া হলে তিনি বিডিমর্নিংকে বলেন,ভালো অনেক ভালো বলেই খুশিতে ফেটে পড়লেন। এরপর জানতে চাইলাম কিভাবে মুশফিককে অনুরোধ করলেন ব্যাটের জন্য? এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,আসলে আমি একজন ভক্ত হিসেবেই পরিচিত তো সেই ভাবেই তাকে অনুরোধ করি। মূলত মুশফিক ভাই অনেক দিন ধরে এস এস ব্যাট নিয়ে খেলছেন। এই ব্যাটের সাথে তার অনেক স্মৃতি আছে এই ব্যাট দিয়ে বাংলাদেশের হয়ে প্রথম টেস্টে দু'শো রান করেন।এছাড়াও ছোট বড় অনেক স্মৃতি আছে এই ব্যাটের সাথে।আমি মূলত এই ব্যাট রেখে দিতে চাচ্ছি যাতে পরের প্রজন্ম জানবে বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম টেস্টে প্রথম দু'শো রান করেন। মুশফিক তানভিরের এমন খুশি দেখে জানতে চাইলাম এই ব্যাট দিয়ে কি ক্রিকেট খেলার ইচ্ছা আছে? জবাবে তিনি বলেন,না না। আমি এই ব্যাট তুলে রেখে দিবো। কোন ভক্তকে এই ধরনের স্মৃতি ময় ব্যাট এই প্রথম মনে হয় মুশফিকুর রহিমি দিলেন।হয়তো ব্যাটের থেকে ভক্তের মুখে হাসি মুশফিকের কাছে অনেক বড়।সেট এই ব্যাট উপহার দিয়ে বুঝিয়ে দিলেন।
Bootstrap Image Preview