Bootstrap Image Preview
ঢাকা, ২০ রবিবার, জুলাই ২০২৫ | ৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘৩ দিনে পুলিশ ভেরিফিকেশন মিলবে টাকা ছাড়াই’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:১০ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:১০ AM

bdmorning Image Preview


পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য কোনো অর্থ লেনদেন না করতে জেলার সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান বিপিএম। এ সময় জরুরি ক্ষেত্রে তিন দিন ও সাধারণ ক্ষেত্রে পাঁচ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করার নিদের্শও দেন তিনি।

ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভেরিফিকেশনের সফটওয়্যারভিত্তিক কার্যক্রমসংক্রান্ত মতবিনিময়সভায় এ আহ্বান জানান তিনি।

সভায় আলিমুজ্জামান জানান, সম্প্রতি ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলায় পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভেরিফিকেশনের সফটওয়্যার (পিপিসি) ভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে। এ সফটওয়্যারের মাধ্যমে এখন থেকে সেবাপ্রার্থী আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে এসএমএসের মাধ্যমে তদন্তকারী অফিসারের নাম ও মোবাইল নাম্বার এবং ঢাকা রেঞ্জের একটি সাপোর্ট মোবাইল নাম্বার পেয়ে যাবেন।

মতবিনিময়সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, মো. সাইফুজ্জামান, রাশেদুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, প্রফেসর মো. শাহজাহানসহ ফরিদপুরের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, এতে আবেদনকারী তার ভেরিফিকেশনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। তা ছাড়া জরুরি ক্ষেত্রে তিন দিন ও সাধারণ ক্ষেত্রে পাঁচ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে দেয়া হবে।

পুলিশ সুপার আরও জানান, সীমাবদ্ধতার মধ্যেও পুলিশকে জনবান্ধব করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। জনগণকেও সচেতন হতে হবে যাতে কোনো রকম ভেরিফিকেশনে তারা অর্থের লেনদেন না করেন।

পুলিশের কোনো সদস্য যদি লেনদেন করতে চান সেক্ষেত্রে তারা যেন পুলিশ সুপারের ০১৭১৩৩৭৩৫৫০ নাম্বারে অভিযোগ করেন।

Bootstrap Image Preview