Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাতীয় সংসদ লাইব্রেরিকে ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করা হবে: স্পিকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৩:২২ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৩:২২ PM

bdmorning Image Preview


সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরির প্রশংসা করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি থেকে অনেক কিছু শেখার আছে। ডিজিটাল লাইব্রেরি হিসেবে সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি অনুকরণযোগ্য। এ সময় দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিকে ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করা হবে বলেও জানান তিনি।

সকালে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল লাইব্রেরিতে পৌঁছালে সেখানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরির প্রধান নির্বাহী মিজ ইলাইন। তিনি ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন। এরপর প্রতিনিধিদলের সদস্য পরিদর্শনকালে লাইব্রেরির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সেখানে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। 

এ সময় স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিকে ডিজিটালইজ করার উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করতে এরই মধ্যে সংসদ লাইব্রেরির স্থাপত্যশৈলী কার্যক্রম সম্পন্ন হয়েছে। নতুনভাবে লাইব্রেরিকে সজ্জিত করা হয়েছে। দ্রুত তথ্য প্রাপ্তি নিশ্চিত করা হচ্ছে। যা সংসদ সদস্যদের লাইব্রেরি ব্যবহারে আকৃষ্ট করবে। তিনি আরো বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরির থেকে অনেক কিছু শেখার আছে। ডিজিটাল লাইব্রেরি হিসেবে সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি অনুকরণীয়।

বাংলাদেশ প্রতিনিধিদলে সংসদ সদস্য এ এফ এম রুহুল হক, মো. ইসরাফিল আলম, মীর মোশতাক আহমেদ রবি, আশেক উল্লাহ রফিক, আয়েশা ফেরদাউস, ওয়াসিকা আয়েশা খান, অ্যারোমা দত্ত ও নাহীদ ইজহার খান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview