Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

১২ ক্যাডেটে ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮০ জনই এ প্লাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৮, ০৫:৩৩ PM
আপডেট: ০৬ মে ২০১৮, ০৫:৩৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

দেশে সেনাবাহিনী পরিচালিত ১২টি ক্যাডেট কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮০ জন জিপিএ-৫ (এ+) পেয়েছে। চলতি বছর বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখ্যযোগ্য ফলাপল এটি।

ফৌজদারহাট ক্যাডেট কলেজে ৪৬ জন শিক্ষার্থীর মধ্যে ৪৬ জনই কৃতকার্য হয়েছে, এ প্লাস পেয়েছে ৪৩ জন, এ পেয়েছে ৩ জন। ঝিনাইদহ ক্যাডেট কলেজে ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জনই কৃতকার্য হয়েছে, এ প্লাস পেয়েছে ৫০ জন। মির্জাপুর ক্যাডেট কলেজে ৪৯ জন শিক্ষার্থীর মধ্যে ৪৯ জনই কৃতকার্য হয়েছে, এ প্লাস পেয়েছে ৪৯ জন। রাজশাহী ক্যাডেট কলেজে ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জনই কৃতকার্য হয়েছে, এ প্লাস পেয়েছে ৫০ জন। সিলেট ক্যাডেট কলেজে ৪৪ জন শিক্ষার্থীর মধ্যে ৪৪ জনই কৃতকার্য হয়েছে, এ প্লাস পেয়েছে ৪৪ জন। রংপুর ক্যাডেট কলেজে ৪৮ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮জনই কৃতকার্য হয়েছে, ৪৮এ প্লাস পেয়েছে। বরিশাল ক্যাডেট কলেজ ৪৬জন শিক্ষার্থীর মধ্যে ৪৬জনই কৃতকার্য হয়েছে, এ প্লাস পেয়েছে ৪৬ জন। পাবনা ক্যাডেট কলেজে ৫১জন শিক্ষার্থীর মধ্যে ৫১জনই কৃতকার্য হয়েছে, এ প্লাস পেয়েছে ৫১ জন। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জনই কৃতকার্য হয়েছে, এ প্লাস পেয়েছে ৫০ জন। কুমিল্লা ক্যাডেট কলেজে ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪৭ জনই কৃতকার্য হয়েছে, এ প্লাস পেয়েছে ৪৭জন। ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫১ জন শিক্ষার্থীর মধ্যে ৫১ জনই কৃতকার্য হয়েছে, এ প্লাস পেয়েছে ৫১ জন। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৫১ জন শিক্ষার্থীর মধ্যে ৫১জনই কৃতকার্য হয়েছে, এ প্লাস পেয়েছে ৫১ জন।

উল্লেখ্য ১৯৫৮ সালে প্রথম ক্যাডেট কলেজ চালু হওয়ার পর হতে আজ পর্যন্ত ক্যাডেট কলেজসমূহ বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে অত্যন্ত সফলতার সাথে ফলাফলের শীর্ষে অবস্থান করে আসছে। অন্যান্য পরীক্ষার ন্যায় এসএসসি পরীক্ষায় সাফল্যের পেছনেও রয়েছে সুশৃঙ্খল ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত পড়াশুনা এবং আন্তরিক প্রচেষ্টা।

এছাড়াও ক্যাডেট কলেজসমূহের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্য, কর্মকর্তা এবং কলেজে কর্মরত সকল শ্রেণির ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় এই সাফল্যজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

Bootstrap Image Preview