Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, নভেম্বার ২০১৮ | ৫ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বৃহস্পতিবারের পর নতুন কর্মসূচিতে বিএনপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ১০:২৬ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ১০:২৬ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক- 

কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে টানা তিন দিন কর্মসূচি পালন শেষে আগামীকাল বৃহস্পতিবার নতুন করে কর্মসূচি ঘােষণা করবে দলটি।

বুধবার রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কথা জানান।

তিনি জানান, আগামীকাল (বৃহস্পতিবার) ও পরশু (শুক্রবার) আমাদের কোনো কর্মসূচি নেই। সম্ভবত আগামীকাল পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী লিফলেট বিতরণ, গণস্বাক্ষর, মৌন মিছিল ও স্বারকলিপি প্রধানসহ নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

ইতোমধ্যে খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে গত তিন দিন টানা কর্মসূচি পালন করে বিএনপি।

এরমধ্যে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও মঙ্গলবার নয়াপল্টনের সামনে অবস্থান কর্মসূচি এবং বুধবার প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

Bootstrap Image Preview