Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

‘শিক্ষা-ব্যাংক অব্যবস্থাপনায় বিব্রত হচ্ছে সরকার’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ১০:৫০ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ১০:৫৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় সমালোচনার মুখে থাকা শিক্ষা মন্ত্রণালয়ের সমালোচনা করে আওয়ামী লীগের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা ও দুর্বলতা এবং ব্যাংক খাতে কিছু অব্যবস্থাপনার কারণে বারবার বিব্রতকর অবস্থায় পড়ছেন তারা।

আজ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় একথা বলেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা ও দুর্বলতার কারণে আমরা বার বার বিব্রতকর অবস্থায় পড়ছি। শিক্ষামন্ত্রীকে বলব, এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন। যে অব্যবস্থাপনা হয়েছে তা দ্রুত দূর করে জনগণের মধ্যকার অস্বস্তি দূর করে সরকারের অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে উদ্যোগ নেবেন।

মাহবুব-উল-আলম হানিফ মাহবুব-উল-আলম হানিফ ব্যাংক খাতে ‘কিছু অব্যবস্থাপনার’ কারণেও বারবার বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে জানিয়ে হানিফ বলেন, ‘আমরা চাই না, কোনো অব্যবস্থাপনার কারণে দেশের মানুষের ভোগান্তি হোক। সরকার বিব্রতকর অবস্থায় পড়ুক।’

Bootstrap Image Preview