Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

দোহা‌রে বন‌ভোজনের আয়োজন করলেন স্পিকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৮, ০৬:৫৫ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৮, ০৬:৫৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

জাতীয় সংসদ স‌চিবাল‌য়ের কর্মকর্তা‌-কর্মচারী‌দের সা‌থে নি‌য়ে বন‌ভোজন করেছেন ‌স্পিকার ড. শিরীন শার‌মিন চৌধুরী। শনিবার দোহা‌রের কুল্লা আলা‌দিনস পা‌র্কে এ বন‌ভোজ‌ন অনু‌ষ্ঠিত হয়।

ডেপু‌টি স্পিকার ফজ‌লে রা‌ব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফি‌রোজ, স্থানীয় এম‌পি এম এ মা‌লেক, ঢাকা জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তিসহ সংসদ স‌চিবালয়ের কর্মকর্তা‌-কর্মচারীরা এ বন‌ভোজ‌নে অন্যদের মধ্যে অংশ নেন।

পুরুষ‌দের ‌মিউ‌জি‌কেল চেয়ার প্র‌তি‌যো‌গিতায় প্রথম হন ডেপু‌টি স্পিকার ফজ‌লে রা‌ব্বি মিয়া। টয়োট্রে‌নে ভ্রমণ, নৌ ভ্রমণ, বি‌ভিন্ন রাই‌ডে চ‌ড়ে বাচ্চা ও নারীরা বন‌ভোজন উপ‌ভোগ ক‌রে।

এসময় নারীদের পিলু পা‌সিংসহ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান উপ‌ভোগ ক‌রেন স্পিকার। ম‌ঞ্চে গানের তা‌লে তালে ম‌নের আন‌ন্দে ঢোল বা‌জি‌য়ে সবাই‌কে নির্মল আন‌ন্দে মা‌তি‌য়ে তো‌লেন স্পিকা‌রের স্বামী ও সাংস্কৃ‌তিক ব্য‌ক্তিত্ব সৈয়দ ইস‌তিয়াক টিটু।

Bootstrap Image Preview