Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

চিকিৎসাধীন বিশিষ্ট ব্যক্তিদের জন্য হাসপাতালে  ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৮, ০৬:০৮ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৮, ০৬:০৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার রাজধানীর বিভিন্ন  হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের দেখতে যান।  আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। চিকিৎসাধীন বিশিষ্ট ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফ, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মরহুম আনিসুল হকের পিতা শরিফুল হক। এছাড়া অবিভক্ত কুমিল্লা জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট আহমেদ আলীকে অ্যাপোলা হাসপাতালে দেখতে যান। এ সময় তিনি তাদের চিকিৎসা এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
Bootstrap Image Preview