Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, অক্টোবার ২০১৮ | ২ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

সমাবেশ শেষ হওয়ার আগেই লাফিয়ে বের হয়ে যায় আওয়ামীকর্মীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ১২:০৫ AM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ১২:০৫ AM

bdmorning Image Preview


খাইরুল ইসলাম বাশার-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ঘোষণা পাওয়ায় শনিবার (১৮ নভেম্বর-২০১৭) নাগরিক সমাবেশের আয়োজিত সমাবেশে আসা নেতা-কর্মীরা সমাবেশ শেষ হওয়ার আগেই লাফিয়ে বের হয়ে যেতে দেখা যায়।

এ দিকে আজকের এই সমাবেশের নির্ধারিত সময় দুপুর আড়াইটায় থাকলেও অনেকেই আগে চলে আসে। ভিতরে হকার প্রবেশ সংরক্ষিত ছিল যার ফলে অনেকেই ক্ষুধার্ত হয়ে যায়। বের হতে চাইলেও তারা বের হতে পারেনি। বের হওয়ার পথ বন্ধ ছিল তখন। তাই বাধ্য হয়ে অনেকেই সমাবেশ শেষ হওয়ার আগে লাফিয়ে বের হয়ে যায়।

এ সময় পুলিশের সদস্যরা লাফিয়ে বের হতে যাওয়া লোকদের লাঠি দিয়ে আঘাতও করে। পুলিশের কাছে এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ জানায়, নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ তাই তাদের লাঠি দিয়ে আঘাত করা হচ্ছিল।

তবে লাফিয়ে আসা ব্যক্তিরা জানান, আমরা অনেক সকালে আইছি ভিতরে ঢুকছি আর বাইর হইতে দেয় না। তাই ফাল দিয়া বাইর হইছি।

Bootstrap Image Preview