Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, অক্টোবার ২০১৮ | ২ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

সৌদিতে আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশ নিয়েছে বাংলাদেশের ৯টি কোম্পানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৭, ০২:৪৩ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৭, ০৬:৫৮ PM

bdmorning Image Preview


সাইদুল ইসলাম সুমন, সৌদি আরব প্রতিনিধি-

সৌদি আরবের জেদ্দাতে ১২ নভেম্বর রবিবার থেকে শুরু হয়েছে ৫ম ফ্রোডেক্স আন্তর্জাতিক বাণিজ্যমেলা। তিনদিনের এ মেলাতে অংশ নিয়েছে বাংলাদেশ।

এবারের মেলায় প্রবাসের মাটিতে বাংলাদেশের রফতানিকৃত খাদ্য জাতীয় পণ্য সামগ্রীর গুণগত মান বিদেশিদের কাছে তুলে ধরতেই  বাংলাদেশের ৯টি স্বনামধন্য কোম্পানি অংশ নিয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহের সভাপতিত্বে দূতাবাসের দ্বিতীয় প্রেস সচিব মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় এ সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবারের মেলাতে বাণিজ্য মন্ত্রণালয়য়ের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বাংলাদেশের পক্ষ থে­কে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত রয়েছে।

মেলার মাধ্যমে বাংলাদেশের কোম্পানিগুলো তাদের পণ্যের মান যে অন্য দেশের পণ্যের চাইতেও ভালো তা প্রমাণ করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করে দূতাবাস।

Bootstrap Image Preview