Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ঈদে উপহার পাঠিয়ে বিব্রত করবেন না: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০১৮, ০৮:০৭ PM
আপডেট: ০৯ আগস্ট ২০১৮, ০৮:০৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

আসন্ন ঈদুল আজহা ও আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে কোনো ধরনের উপঢৌকন বা উপহার সামগ্রী পাঠিয়ে বিব্রত না করার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর আত্মীয়স্বজন অথবা নিকটজন কিংবা পিএস, এপিএস ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে এমনকি স্বাক্ষর নকল করে বিভিন্ন স্থানে আধাসরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ ও ভিজিটিং কার্ড ব্যবহার করে সচিবালয় ও সরকারি অফিস বা অন্য কোথাও কোনো অনৈতিক বা অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনৈতিক ও অবৈধ সুবিধা প্রদান হতে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

চাকরি পাওয়া, বদলি ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রী কোনো ধরনের ডিওপত্র না দিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব বিষয়ে কোনো ডিওপত্র পেলে তা মন্ত্রীর দফতর থেকে (টেলিফোন নম্বর-০২-৯৫১৫৫৩৩) নিশ্চিত হওয়ার অনুরোধ জানানো যাচ্ছে।

এছাড়া এ অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Bootstrap Image Preview