Bootstrap Image Preview
ঢাকা, ২৩ রবিবার, সেপ্টেম্বার ২০১৮ | ৮ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

জামায়াতের হরতালের প্রতিবাদে আশুলিয়ায় যুবলীগের মিছিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৭, ০৯:২৪ PM আপডেট: ১২ অক্টোবর ২০১৭, ০৯:২৪ PM

bdmorning Image Preview


নাঈম ইসলাম, সাভার প্রতিনিধি-

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের বিরুদ্ধে মহা সড়কে মহরা ও মটর সাইকেল সোডাউন করেছে আশুলিয়া থানা যুবলীগ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়ার মহাসড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।

জামায়াতের আমির মকবুল আহমাদ এবং সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমানসহ দলের নয় নেতাকে গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে হরতাল পালনে ডাক দেয় জামায়াতে ইসলামী।

হরতালকে কেন্দ্র করে কোনো প্রকার অস্থিতিশীল অবস্থার তৈরী করতে চাইলে কঠোর ব্যাবস্থা গ্রহণ ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানান আশুলিয়া থানা পুলিশ।

ভোররাত থেকেই আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম-আহ্বায়ক মইনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর, নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্নস্থানে মহড়া দেয়।

ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ নূরুল আমিনসহ আরও চার ইউনিয়নের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে সাভার ও আশুলিয়ার মহাসড়ক প্রদক্ষিণ করে পরে ফ্যান্টাসী কিংডমের সামনে এসে সমাবেত হয়।

Bootstrap Image Preview