Bootstrap Image Preview
ঢাকা, ০৬ শুক্রবার, ডিসেম্বার ২০২৪ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে
সীতাকুণ্ডে বাসে আগুন

<p>ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। <br />  <br /> মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১২টার সময় 'নিউ এডিশন' (ঢাকা মেট্রো ব-১৩-০০০১) নামে চট্টগ্রামমুখী একটি বাসে এ আগুন লাগার ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল করিম দুলাল। </p> <p>তিনি বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। পরে ২৫ মিনিটের চেষ্টায় স্থানীয়দের সহায়তায় সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিল। অগ্নিকাণ্ডের পর চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।<br /> আগুন লাগার কারণ, ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলেও জানান তিনি। </p>

প্রকাশিত: ১৫ মার্চ ২০২২, ০৩:০৮ PM আপডেট: ১৫ মার্চ ২০২২, ০৩:০৮ PM