Bootstrap Image Preview
ঢাকা, ২৫ মঙ্গলবার, জুন ২০২৪ | ১১ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাংবাদিকের

<p><strong>সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানা এলাকায় পিকআপের ধাক্কায় মহিদুল ইসলাম (৩০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে পাটকেলঘাটা থানার বাইগুনি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।</strong></p> <p>মহিদুল ইসলাম সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মাজেদ বিশ্বাসের ছেলে। তিনি দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রতিবেদক হিসেবে কাজ করতেন। এছাড়া একটি হারবাল কোম্পানির প্রতিনিধিও ছিলেন তিনি।স্থানীয়রা জানান, মাছবাহী একটি পিকআপ সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে আসছিল। একই পথে মোটরসাইকেল যোগে পাটকেলঘাটা আসছিলেন মহিদুল। বাইগুনি মোড় থেকে মাছবাহী পিকআপটি সামনে যাওয়ার সময় দ্রুতগতিতে মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মহিদুল ইসলাম।</p> <p>পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুর্ঘটনায় মহিদুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।</p>

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ১০:৪২ PM আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০, ১০:৪২ PM