Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, সেপ্টেম্বার ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে
১০০ টাকার কমে পেঁয়াজ পাওয়ার সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী

<p style="text-align:justify">লাগামহীন ভাবে বাড়ছে পেঁয়াজের দাম।প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০ টাকার উপরে।কিন্তু প্রতি কেজি দাম নাকি ১০০ টাকার নিচে নামবে না। এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।</p> <p style="text-align:justify">পেঁয়াজের দামের প্রসজ্ঞে তিনি বলেছেন, ‘আমরা চেষ্টা করছি। তবে পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। এ মাসের শেষের দিকে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসলে দাম কমবে। তার আগে হয়তো সম্ভব হবে না।’</p> <p style="text-align:justify">তিনি আরও বলেন, টিপু মুনশি বলেন, ভারত থেকে আমরা মূলত পেঁয়াজ আমদানি করে থাকি। সেখানে পেঁয়াজের দাম বেড়ে গেছে। সেখানেই পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে কিনতে হবে। আমাদের দেশে আসার পর তা ১০০ টাকা দর পড়ে যাবে। ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আপাতত কোনো লাভ হবে না।</p> <p style="text-align:justify">মিশর থেকে পেঁয়াজ আসার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘মিশর থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার কথা। সেটা আসলেও দাম একটু কমতে পারে বলে মনে হয়।’</p>

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৯, ০১:২১ PM আপডেট: ০৮ নভেম্বর ২০১৯, ০১:২১ PM